এইদিন ওয়েবডেস্ক,০৬ মে : কেরেম শালোম ক্রসিংয়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা শহীদ হয়েছেন । ইসরায়েলি সেনাবাহিনী রবিবার ঘোষণা করেছে যে হামাস গাজার দক্ষিণে রাফাহ থেকে কেরেম শালোম ক্রসিং পর্যন্ত প্রায় ১০ টি রকেট নিক্ষেপ করেছে । টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ শহরের একটি আবাসিক এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে,এই রকেটগুলির উৎক্ষেপণ হামাস দ্বারা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহারের আরেকটি স্পষ্ট উদাহরণ ।
ইসরায়েলি কর্তৃপক্ষ সঠিক পরিসংখ্যান না দিলেও নিশ্চিত করেছে যে এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন । হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা স্বল্প-পাল্লার রকেট দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে। এসব হামলার জবাবে ইসরাইল কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে।
কারাম শামলো ক্রসিং হল সেই রুটগুলির মধ্যে একটি যেখান দিয়ে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করে। কয়েকদিন আগে দক্ষিণ গাজায় হামাস বাহিনীর অতর্কিত হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সৈন্য নিহত ও ১১ জন আহত হওয়ার পর ফের একইভাবে হামলা চালালো সন্ত্রাসী গোষ্ঠীটি ।।