এইদিন ওয়েবডেস্ক,শিবমোগা(কর্নাটক),২০ সেপ্টেম্বর : কর্ণাটকের শিবমোগায় ৩ নিষিদ্ধ ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শারিক, মাজি এবং সইদ ইয়াসিন । ধৃতরা শিবমোগা তীর্থহল্লির এবং ম্যাঙ্গালুরুর বাসিন্দা । ধৃত ৩ জনেই ওয়ান্টেড তালিকায় ছিল । তারা বিস্ফোরণসহ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে বলে দাবি করেছে পুলিশ । তারা দেশে নাশকতা চালানোর উদ্দেশ্যে বিস্ফোরক সংগ্রহের প্রক্রিয়ায় ছিল বলে জানিয়েছে পুলিশ । তিনজনের মধ্যে ইয়াসিন পেশায় একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার । ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ । ধৃতদের সঙ্গে পাকিস্থান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল ।
গ্রেফতারি প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরগা জ্ঞানেন্দ্র মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ‘তিনজনেরই ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক রয়েছে। তারা যথাক্রমে শিবমোগা এবং তীর্থহল্লির বাসিন্দা এবং ম্যাঙ্গালুরুর বাসিন্দা । ধৃতদের কার্যক্রমের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে ।’
উল্লেখ্য,চলতি বছরের শুরুতে শিবমোগায় জিহাদিদের হাতে খুন হয়েছিলেন হিন্দুত্ববাদী কর্মী হর্ষ । এরপর আগস্ট মাসে হিন্দুত্ববাদী মতাদর্শী বিনায়ক দামোদর সাভারকরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায় । দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন ছুরির আঘাতে ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন ।।