এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ জানুয়ারী : ফের দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে । বেপরোয়া মারুতির সঙ্গে মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মাথরুন কৈচর রোডে মঙ্গলকোটের চৈতন্যপুর ও মাথরুন গ্রামের মাঝামাঝি জায়গায়। স্থানীয় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করেন। সংঘর্ষের ফলে মারুতির সামনের অংশ ঢুকে গিয়ে আটকে পড়েন চালক। শাবল, রড ইত্যাদি দিয়ে মারুতির দুমড়ে মুচড়ে যাওয়া অংশ সরিয়ে মারুতি চালককে স্থানীয়রা বের করেন। তারপর মোটরভ্যান চালক, মোটরভ্যানের এক যাত্রী ও মারুতিচালককে সিঙ্গত হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কাটোয়া থেকে ওই মোটরচালিত ভ্যানে কিছু মালপত্র নিয়ে চৈতন্যপুর গ্রামের এক ব্যবসায়ী বাড়ির দিকে আসছিলেন। মোটরচালিত ভ্যানটি মাথরুনের দিক থেকে কৈচরের দিকে যখন আসছিল তখন মারুতিটি বিপরীত দিক থেকে খুদরুনের উদ্দেশ্যে যাচ্ছিল। সেসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরচালিত ভ্যানের চালক ও এক যাত্রী গুরুতর জখম হন। আহত হয় মারুতি চালকও। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান মারুতি গাড়িটি অত্যধিক জোরে চালানোর কারনেই এই দুর্ঘটনা।এছাড়া মারুতিচালক মদ্যপবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। পুলিশ মারুতি গাড়িটি আটক করেছে।