এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,১৮ সেপ্টেম্বর : যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর লাগাতার চেষ্টা চলছে । এবার উত্তর প্রদেশের বেরিলির একটি শিব মন্দিরে এক মুসলিম মহিলা ও তার মেয়ে গিয়ে নামাজ পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে কেসারপুর গ্রামের প্রধানের স্বামী প্রেম সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নাজিরা (৩৮) ওই মহিলা, তার মেয়ে সাবিনা (১৯) ও মন্দিরের পুরোহিত চমন শাহ মিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে । এলাকার সার্কেল অফিসার (সিও) গৌরব সিং জানিয়েছেন যে মহিলা ও তাঁর মেয়ে পুরোহিতের পরামর্শে মন্দির চত্বরে নামাজ পড়েছিলেন বলে অভিযোগ । ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা রজু করা হয়েছে ।
জানা গেছে,শুক্রবার ঘটনাটি ঘটেছে । সকালের দিকে ভগবান মহাদেবের নিত্যসেবা করছিলেন পুরোহিত চমন শাহ মিয়ান । সেই সময় মন্দিরে আসেন নাজিরা ও তার মেয়ে সাবিনা । এদিকে নামাজের সময় উত্তীর্ণ হওয়ায় মা ও মেয়েকে মন্দিরে বসেই নামাজ পড়ার পরামর্শ দেন পুরোহিত । বিষয়টি মন্দিরে পূজো দিতে আসা শ্রদ্ধালুদের নজরে পড়ে গেলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । ক্রমে ঘটনার কথা গ্রামে চাওড় হতেই তোলপাড় শুরু হয়ে যায় । শেষে গ্রামের প্রধানের স্বামী এনিয়ে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুরোহিতসহ ৩ জনকে গ্রেফতার করে ।
জানা গেছে,প্রেম সিং-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে,আইপিসির ২৯৫ এ ধারা (ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়া কাজ) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । বিষয়টি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।।