এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১০ মার্চ : জমিতে সেচের কাজের সময় কৌটো বোমা ফেটে গুরুতর আহত হলেন এক কলেজ ছাত্র । তাঁর আশেপাশে থাকা আরও ২ জন অল্পবিস্তর জখম হয়েছেন । বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কল্যানপুর গ্রামে । আহত পড়ুয়ার নাম ফাইজুদ্দিন শেখ(১৮) । অবস্থা গুরুতর হওয়ায় ওই যুবককে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । ঘটনাস্থলের আশপাশে আরও বোমা আছে কিনা জানার জন্য বোম্বস্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।
জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, মাঠের মধ্যে ওই বোমা কোথা থেকে এল তা তদন্ত করে দেখছে পুলিশ ।
জানা গেছে,গুসকরা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র কল্যানপুর গ্রামের বাসিন্দা ফাইজুদ্দিন শেখ নামে ওই ছাত্র । এলাকার কলাবাগান মাঠে আলু চাষ করেছেন ওই পড়ুয়ার পরিবার । এদিন সকালে দাদু মুজিদ শেখ ও শেখ আসগর নামে এক জনমজুরের সঙ্গে আলু জমিতে সেচের কাজে গিয়েছিলেন ফাইজুদ্দিন । ডিভিসির সেচ নালার পাশে একটি কাঁদর থেকে মেশিন লাগিয়ে জলসেচ করছিলেন তাঁরা । আহত পড়ুয়ার দাদু মুজিদ শেখ বলেন, ‘কিছুটা পাশেই ৩-৪ কৌটো পড়েছিল । কৌতুহলবশত ফাইজুদ্দিন একটি তুলে পরীক্ষা করছিল । সেই সময় তার হাত ফসকে কৌটোটা নিচে পড়ে গেলে প্রবল জোরে বিস্ফোরণ হয় ।’
জানা গেছে,একটি কৌটোতে বিস্ফোরণ হতেই বাকিগুলিও প্রচন্ড শব্দে ফেটে যায় । গুরুতর আহত হন ফাইজুদ্দিন । কিছুটা দুরে দাড়িয়ে থাকা মুজিদ শেখ ও আসগর শেখও অল্পবিস্তর জখম হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ফাইজুদ্দিনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে সেখান থেকে তাঁকে কলকাতায় পাঠানো হয় ।।