দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ ডিসেম্বর : অ্যাপসে ভূয়ো অ্যাকাউন্ট খুলে বর্ধমানের এক ব্যক্তির একটি পুরনো এলফিল্ড বুলেট বাইক কিনতে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার তিন বন্ধু । কিছু টাকা মিটিয়ে দিয়ে বাকি টাকা কিস্তিতে দেওয়ার শর্তে তারা ওই ব্যক্তির কাছ থেকে বাইকটি নিয়ে চলে আসে । কিন্তু পরে বাকি পাওনা টাকার জন্য তাগাদা করতে গিয়ে বাইক মালিক জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । এরপর তিনি বর্ধমান সাইবার থানায় অভিযোগ দায়ের করেন । শেষে বুধবার কাটোয়ার তিন বন্ধুকে গ্রেফতার করতে সক্ষম হল বর্ধমানের সাইবার ক্রাইম বিভাগ । ধৃতদের মধ্যে একজন নাবালক বলে পুলিশ সুত্রে জানা গেছে ।
জানা গেছে,বাইক মালিকের নাম দিব্যেন্দু দাস । বর্ধমান শহরের আঁজির বাগান এলাকায় তাঁর বাড়ি । নিজের পুরনো এলফিল্ড বুলেট বাইকটি বিক্রি করার জন্য একটি অ্যাপসে ছবিসহ বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি । ওই অ্যাপসের মাধ্যমেই বাইকটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিল এক ব্যক্তি । তখন তিনি তাকে বর্ধমান যাওয়ার কথা বলেন । গত ৮ নভেম্বর বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে বাইক মালিক জানিয়েছিলেন, ৬ নভেম্বর তিনজন অপরিচিত বর্ধমানে তাঁর কাছে গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে চলে যায় । বাকি টাকা কিস্তিতে দেওয়ার কথা হয় । কিন্তু পরে তিনি বাকি টাকার জন্য তাগাদা করতে গিয়ে দেখেন ক্রেতাদের দেওয়া মোবাইল ফোনের সুইজ অফ ।
জানা গেছে,ক্রেতাদের মোবাইল ফোন ও অ্যাপসের সূত্র ধরে বর্ধমান সাইবার ক্রাইম পুলিশ জানতে পারে তাদের বাড়ি কাটোয়ায় । তবে তাদের অ্যাপসের অ্যাকাউন্টটি ভূয়ো ৷ শেষে কাটোয়া থানার পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে বাইকটি উদ্ধারের পাশাপাশি ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃতদের বর্ধমান নিয়ে যাওয়া হয় ।।