জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মেমারি(পূর্ব বর্ধমান),১৭ জানুয়ারী : পরনে কোট-প্যান্ট, গলায় সচিত্র পরিচয়পত্র ঝুলিয়ে ‘ফায়ার’ লেখা ঝাঁ চকচকে লাল রঙের চারচাকা গাড়ি থেকে নামেন ১ মহিলা সহ তিনজন। গাড়ি থেকে নেমে গটগট করে ঢুকে পড়ে বিভিন্ন দোকানে। দেখতে চায় তাদের ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স। তাদের বাহ্যিক আচরণ গ্রামের মানুষদের চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাও শেষরক্ষা হলোনা। শেষপর্যন্ত ওই গ্রামের মানুষদের তৎপরতায় তিনজনই গ্রেপ্তার হয় মেমারি থানার পুলিশের হাতে। ঘটনাটি সোমবার মেমারি থানার তাতারপুর সংলগ্ন এলকার।
স্থানীয় সূত্রে জানা নিজেদের দমকল আধিকারিক পরিচয় দিয়ে ওই তিনজন বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স দেখার পাশাপাশি জোর করে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেয় মেমারি থানায়। পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। বৈধ কাগজ দেখাতে না পারার জন্য ৩ জনকেই গ্রেফতার করা হয়। গাড়ি ও গাড়িতে থাকা অগ্নিনির্বাপক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
জানা গেছে, ধৃতদের মধ্যে শিবশঙ্কর প্রজাপতির বাড়ি উত্তরপ্রদেশে। অপর দু’জন দীপক প্রসাদ ও পূজা সাউয়ের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়।।