এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ আগস্ট : মহিলাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রচুর ব্রাউন সুগার । যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা । পুলিশ জানিয়েছে, ধৃত ৩ মাদক পাচারকারীর নাম সামাদ শেখ (২০ বছর), সামিমা আক্তার (৩০ বছর) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়।
একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে,গত ১০ আগস্ট কালিয়াচক থানায় গোপন সূত্রে খবর আসে যে নাতিবপুর এলাকায় কয়েকজন ব্যক্তি প্রচুর পরিমাণে ব্রাউন সুগার পাচারের ছক করছে । এই খবরের ভিত্তিতে পুলিশ বাহিনীসহ অফিসাররা নাতিবপুর, জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এবং দুইজনকে আটক করেন: ১) সামাদ শেখ (২০ বছর), পিতা-সিরাজুল শেখ, গ্রাম-শশানি, ডাকঘর-শশানি, থানা-কালিয়াচক, জেলা-মালদা। ২) সামিমা আক্তারি (৩০ বছর), স্বামী-জুলফিকার আলি, গ্রাম-সায়েদপুর মির্জাপুর, থানা-কালিয়াচক, জেলা-মালদা। এছাড়া ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয় । যার নাম ৩) সালাম শেখ, পিতা-সুবেল শেখ, গ্রাম-মহেশপুর গোসাইতোলা, ডাকঘর-শেরশাহী, থানা-কালিয়াচক, জেলা-মালদা।
পুলিশ আরও জানিয়েছে,তল্লাশির সময় তাদের কাছ থেকে ৭৭২ গ্রাম ও ৭৬৭ গ্রাম, মোট ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। তাদের গ্রেফতার করা হয়েছে এবং থানায় নিয়ে আসা হয়েছে। কালিয়াচক থানায় সংশ্লিষ্ট এনডিপিএস (NDPS) আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে ।।