দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ফেব্রুয়ারী : পাচারের আগেই নিষিদ্ধ কোডাইন সিরাপসহ তিন জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের নাম মহম্মদ হারুন শেখ,জাহিরুদ্দিন শেখ ও বাবর আলি শেখ । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কাটোয়া থানা এলাকার কেশিয়া মাঠপাড়া ও পানুহাট ডাঙ্গাপাড়ায় । বাবর কেতুগ্রাম থানার কাঁটারি গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে তিনটি প্যাকেট ভর্তি কোডাইন সিরাপ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,শুক্রবার রাতে বর্ধমান কাটোয়া রাজ্য সড়কপথে রুটিন টহলদারি চালাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি ভ্যান । ভ্যানটি বড়পোশলা মোড়ের কাছাকাছি আসতেই ওই ৩ জনকে তিনটি প্যাকেট নিয়ে সড়ক পথের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে পুলিশ । পুলিশের ভ্যানটি কাছে যেতেই তারা পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । তারপর প্যাকেট খুলতেই কোডাইন সিরাপ নজরে পড়ে পুলিশের । জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা সিরাপ পাচারের কথা কবুল করে । এরপর ৩ প্যাকেট সিরাপসহ তাদের গ্রেফতার করে পুলিশ । শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে,ধৃতরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।