এইদিন ওয়েবডেস্ক,ধানবাদ,০৯ জুন : ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় একটি অবৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে । এখনো অনেক গ্রামবাসী ধস চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । জানা গেছে, ধানবাদ থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ভারত কোকিং কোল লিমিটেডের (BCCL) ভাওরা কোলিয়ারি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে । খনিটি বহু দিন আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল । কিন্তু স্থানীয় গ্রামবাসীরা সেখান থেকে কয়লা উত্তোলন করত ।
স্থানীয় সূত্রে খবর,আজ শুক্রবার সকালে বেশ কিছু গ্রামবাসী ওই খনিতে নেমে কয়লা উত্তোলন করছিল । সকাল প্রায় সাড়ে ১০ টা নাগাদ খনিতে ধস নামে । ফলে খনির ভিতরে থাকা সকলেই কয়লা চাপা পড়ে যায় । খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে করে । তাদের মধ্যে পাঁচজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতদের মধ্যে একজন শিশু, একজন মহিলা এবং একজন ২৫ বছর বয়সী যুবক বলে জানা গেছে । ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) অভিষেক কুমার বলেন, কয়লার নিচে অনেকেই আটকা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে । বর্তমানে উদ্ধার অভিযান চলছে।।

