এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৭ নভেম্বর : হাওড়ায় পান-সুপারি বোঝাই গাড়ি উলটে ৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ১২ জন । আজ মঙ্গলবার সকালে দূর্ঘটনাটি ঘটে হাওড়ার সলপ এলাকায় জাতীয় সড়কের উপর । হতাহতরা সকলেই মেচেদার পাইকারি বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,পূর্ব মেদিনীপুরের মেচেদার পাইকারি বাজারের ব্যবসায়ীদের একটি দল সপ্তাহে তিন দিন পান- সুপারি বিক্রি করতে যান । স্থানীয় বাজার থেকে পান ও সুপারি কিনে তারা মূলত কলকাতার নাগেরবাজার,শ্যামবাজার-সহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করেন । এদিন খুব সকালে একটি গাড়িতে করে প্রায় ১৫-১৭ জনের একটি দল যথারীতি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় । গাড়িটি পান ও সুপারিতে ঠাসা ছিল ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,গাড়িটি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হাওড়ার সলপ এলাকায় আসতেই গাড়ির একটা চাকা প্রচন্ড শব্দে ফেটে যায় । সেই সময় গাড়িটি প্রবল বেগে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে । রাস্তা জুড়ে পান-সুপারি ছড়িয়ে পরে । এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত ১২ জন । খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।।