প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ অক্টোবর : আজ মহাসপ্তমীর দিন পূর্ব বর্ধমান জেলায় পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের । আহত আরও ২ জন । প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড়ের আমড়া এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে । দুর্ঘটনায় কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের শিশু চিকিৎসক কিশলয় বিকাশ নায়েকের স্ত্রী রাজশ্রীদেবী (৪৭) ও মেয়ে নাম অদ্রিলার (১৩) ঘটনাস্থলেই মৃত্যু হয় । গুরুতর আহত হয়েছেন ওই চিকিৎসক । তাঁকে অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ মেমারি-তারকেশ্বর রোডের জামালপুরের মাধবপুর সংলগ্ন এলাকায় । শুড়েকালনা এলাকার বাসিন্দা সোমা সিংহ(৩৫) বিকেলে নিজের স্কুটিতে আহত ১২ বছরের শিশু কন্যা সৌমিকাকে চাপিয়ে প্রতিমা দর্শনে বেড়িয়েছিলেন । মাধবপুর এলাকায় একটা অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সোমাদেবীর । গুরুতর আহত হয় তাঁর মেয়ে । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে ভর্তি করে
তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ক্ষীরগ্রামের মল্লপুকুর মোড় এলাকায় । আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টা নাগাদ কৈচর করুই রাস্তা ধরে একটি বাইকে চড়ে ওই তিন যুবক আসছিল। সেসময় মল্লপুকুর মোড় এলাকায় একটি বাসের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয় । তারা বাইক নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। তিনজনই গুরুতর জখম হয় । তাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।
জানা গেছে,শিশু চিকিৎসক কিশলয় বিকাশ নায়েকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায় । তবে কর্মসূত্রে তিনি কলকাতার ৪১ নম্বর শিমলা মোড়ে থাকেন । আজ মহাসপ্তমীর দিন নিজের চারচাকা গাড়িতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি আসছিলেন । নিজেই গাড়ি চালাচ্ছিলেন কিশলয় বিকাশবাবু । ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি গাড়ি চালিয়ে আসার সময় বর্ধমান ঢোকার আগে শক্তিগড়ের আমড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে । গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ কার্যত তালগোল পাকিয়ে যায় । তিনজনই গুরুতর আহত হন । পরে শক্তিগড় থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এলে কিশলয় বিকাশবাবুর স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । বর্তমানে ওই চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
দ্বিতীয় ঘটনায় জানা গেছে,আজ বিকেলের দিকে স্কুটিতে মেয়েকে চাপিয়ে জামালপুরে শুড়েকালনা এলাকা থেকে হুগলি চাপাডাঙ্গা এলাকায় বাপের বাড়ি যাচ্ছিলেন সোমা সিংহ। মাধবপুর এলাকায় একটা অজানা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালায় । ঘটনাস্থলেই সোমাদেবীর মৃত্যু হয় । ছিটকে পরে রাস্তার ধারে পড়ে তার শিশু কন্যা সৌমিকা ।গুরুতর আহত হয় সে । স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে পাঠায়। পরে পুলিশ এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ ময়নাতদন্তের জন্য শুক্রবার মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে জামালপুর থানার পুলিশ ।।