এইদিন ওয়েবডেস্ক,সুনামগঞ্জ,১০ জুলাই : বাংলাদেশের একটা মসজিদে দানের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ বাংলাদেশের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে । মৃতদের নাম নুরুল হক (৪৫),বাবুল মিয়া (৫০) এবং শাহজাহান মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে খবর,প্রতি বছর হাসনাবাদ গ্রামের মসজিদের দানের কাঁঠাল নিলাম করা হয় । এবারের নিলামের তোড়জোড় চলছিল । রবিবার বিকেলে এনিয়ে মসজিদ প্রাঙ্গনে বৈঠকও হয় । আর তখনই সরাইমরল ও মালাদার গোষ্ঠীর লোকজনের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তা হাতাহাতিতে গড়ায় । তখনকার মত বিষয়টি থিতু হলেও তার জেরে এদিন সকাল থেকে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,কাঁঠাল নিলাম করা নিয়ে মতবিরোধের জেরে এদিন সকালে সরাইমরল ও মালাদার গোষ্ঠীর লোকজন লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেলে তুমুল সংঘর্ষ বেধে যায় । একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে বেদম পেটাতে শুরু করে । মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম । ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সরাইমরল গোষ্ঠীর নুরুল হক ও বাবুল মিয়ার । পরে মালাদার গ্রুপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।।