শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কালনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর । গুরুতর আহত হয়েছে আরও এক বাইক আরোহী । বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালনা-কাটোয়া এসটিকেকে রোডে নাদনঘাট থানার তুলসী ডাঙ্গার কাছে । মৃতদের নাম,বিভাস কর্মকার(২৪),কুশল দাস (১৯) ও সমীর মন্ডলে (১৯) । বিক্রম বিশ্বাস (২০) নামে এক বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় কানলা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুরে মৃতদেহ গুলির ময়নাতদন্ত করা হয় কালনা হাসপাতালে ।
জানা গেছে,কালনা মহকুমার অন্তর্গত বাঁশদহ বিলের পাড়ে ‘খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব’ চলছে । নবদ্বীপ থানার প্রফুল্ল নগর কলোনির বিভাস কর্মকারের বাইকে চেপে একই এলাকার বাসিন্দা তার বন্ধু কুশল দাস মেলা দেখতে যাচ্ছিল । অন্যদিকে নাদনঘাট থানা এলাকার নিচু চাপাহাটির বাসিন্দা সমীর মন্ডলের বাইকে চেপে তার বন্ধু ওই এলাকার বাসিন্দা বিক্রম বিশ্বাসও মেলা দেখতে যাচ্ছিলেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শী লক্ষণ দেবনাথ বলেন,’রাত্রি ৯ টা নাগাদ রকিরা কালনা-কাটোয়া এসটিকেকে সড়কপথ ধরে হেমাতপুরের দিকে যাচ্ছিলেন । তারা চপাহাটি ও হেমাতপুরের মাঝামাঝি একটি আশ্রমের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।’ ওই বাইকেও দু’জন ছিল বলে জানান তিনি ।
জানা গেছে,সংঘর্ষের পর ৪ বাইক আরোহী গুরুতর আহত হয় । হেলমেট না থাকায় সকলেরই মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । চতুর্থজন হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারন । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকদুটি আটক করেছে । এর আগে কালী পুজো এবং রাস উৎসবের রাতে নাদনঘাট থানা এলাকায় পথ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছিল ।।