এইদিন ওয়েবডেস্ক,উত্তরকাশী,০৫ ফেব্রুয়ারী : ফের ভূমিকম্প হল উত্তরাখণ্ডের উত্তরকাশীতে । ২০ মিনিটের ব্যবধানে পরপর ৩ বার কেঁপে উঠল উত্তরকাশীর মাটি । শনিবার মধ্যরাত ১২.৪০ মিনিটে প্রথম ভূকম্পণ অনুভূত হয় । এর পাঁচ মিনিটের মধ্যে ১২.৪৫ নাগাদ ফের ভূমিকম্প হয় । তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত্রি ১.০১ নাগাদ । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে যে রিখটার স্কেলে এর তীব্রতা ২.৫ হিসাবে রেকর্ড করা হয়েছে । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৫ কিমি গভীরে । এদিকে ধারাবাহিক ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে পালায় । তবে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
চলতি মাসের ২ তারিখে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় ২.৪ মাত্রার ভূমিকম্প হয় । গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরকাশীতে ৩.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল । এর আগে নেপালের বাগলুং জেলায় পরপর দুটি ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছিল উত্তরকাশীর মাটি । সেই সময় কম্পনের মাত্রা ছিল ৪.৭ । এর ৪০ মিনিটের মধ্যে জেলার আরও একটি অংশ ভূমিকম্পের কবলে পড়ে ।।