এইদিন ওয়েবডেস্ক,চণ্ডীগড়,২৭ নভেম্বর : রবিবার পাঞ্জাবের রূপনগর জেলার শ্রী কিরাতপুর সাহেবের কাছে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে আরও এক শিশু । নিহতরা হল অর্জুন মাহাতোর ছেলে নরেন্দ্র মাহাতো ওরফে রোহিত (১১) । সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল । অর্জুন চৌধুরীর ছেলে ভিকি চৌধুরীর (৭) । তৃতীয় নিহত শিশুর হল মৃত রামদুলারের ছেলে মহেন্দ্র (৭)। দুর্ঘটনায় বেঁচে যাওয়া বাহরাইনের ছেলে পবন (১০) প্রথম শ্রেণির ছাত্র । শিশুদের পরিবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাসিন্দা । খেতমজুরের কাজে তারা কিরাতপুর সাহেবে গিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, রবিবার ছুটির দিন থাকায় সতলেজ নদীর উপর সেতুর কাছে রেললাইনের পাশের ঝোপে বুনো ফল খেতে এসেছিল ৪-৫ জন শিশুর দল । কিন্তু তারা খেলতে খেলতে রেললাইনের উপর চলে আসে । সেই সময় ভরতগড় রেলওয়ে স্টেশন থেকে সকাল ১১.১৫-এর কিরাতপুর সাহেবগামী যাত্রীবাহী ট্রেনটি চলে আসে । শিশুগুলি ট্রেনটি খেয়াল করেনি । ফলে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে যায় ।
পুলিশ কর্মকর্তা জগজিৎ সিং জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যায়। চতুর্থ শিশুটির হাসপাতালে চিকিৎসা চলছে । জানা গেছে,রেলের গার্ড গুরুতর আহত শিশুটিকে একটি গাড়িতে করে কিরাতপুর সাহেব রেলওয়ে স্টেশনে নিয়ে যান । দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরও এক শিশু বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনদের ঘটনার কথা বললে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । উল্লেখ্য,পাঞ্জাবে ট্রেনের কাটা পড়ে মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালের ১৯ অক্টোবর ট্রেন দুর্ঘটনায় একসঙ্গে ৬১ জন নিহত হয়েছিল ।।