এইদিন ওয়েবডেস্ক,তুমকুর,২৩ মার্চ : কর্ণাটকের তুমকুরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । বেঙ্গালুরু-পুনে জাতীয় মহাসড়ক থেকে ৬-৭ কিলোমিটার দূরে তুমকুর গ্রামাঞ্চলের আরকেরে-টোভিনাকেরে সড়কে কুচচঙ্গি হ্রদের কাছে একটি মেসকুইট গ্রোভে ভস্মীভূত মারুতি গাড়ির ভিতরে তিনটি পোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই তিনজনকে আটকে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে মৃতরা হলেন নাদা গ্রামের টিবি ক্রসের বাসিন্দা অটোচালক সাহুল (৪৫), কুভেট্টু গ্রামের মাদাদকা বাসিন্দা ইসাক (৫৬), এবং দক্ষিণ কন্নড় জেলার বেলথানগাদি তালুকের শিরলা গ্রামের ইমতিয়াজ (৩৪)। ওই তিনজনের মধ্যে গাড়ির সামনে দুজন এবং পিছনের সিট থেকে একজনকে উদ্ধার করা হয়েছে । পুলিশ জানতে পেরেছে যে বেলথানগাড়ি থেকে পাঁচজন গাড়ি ভাড়া করেছিল, যার মধ্যে তিনজনকে খুন করা হয়েছে৷
নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটি রফিক নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত। আইজিপি (সেন্ট্রাল রেঞ্জ) রবি কান্থে গৌড়া, তুমকুরের এসপি অশোক কেভি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডগ স্কোয়াড ও এফএসএল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোরা থানায় এনিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা রজু করেছে পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা ।