এইদিন ওয়েবডেস্ক,পুরাতন মালদা,১৩ এপ্রিল : নির্বাচনের মুখে নজরদারি চালানোর সময় পাঁচ শতাধিক চোরাই মোবাইল সহ বিহারের বাসিন্দা তিন পাচারকারীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহম্মদ ইউনিস , মহম্মদ ফিরোজ ও মহম্মদ জাভেদ । তাদের বাড়ি বিহারের কাঠিহার এলাকায় । পুলিশ একটি নির্দিষ্ট কোম্পানীর ৫৩৭টি পুরনো চোরাই মোবাইল উদ্ধার করেছে । পাশাপাশি যে গাড়িটি করে মোবাইলগুলি পাচার করা হচ্ছিল সেই গাড়িটিও আটক করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মোবাইলগুলি বিহার থেকে এনে কালিয়াচক থানা এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । এত বিপুল পরিমান মোবাইল কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।
জানা গেছে,নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ । মঙ্গলবার সকালে নারায়নপুর এলাকার চেঁচুমোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করছিলকালিয়াচক থানার পুলিশের । সেই সময় ওই চার চাকা গাড়িটিকে আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু । গাড়িতে থাকা বিহারের বাসিন্দা ওই তিন যুবক অসংলগ্ন কথাবার্তা বললে পুলিশ গাড়িতে তল্লাশি চালায় । তখন বস্তা বন্দি একটি নির্দিষ্ট কোম্পানীর ৫৩৭টি মোবাইল উদ্ধার হয় । ওই যুবকরা মোবাইলগুলির নির্দিষ্ট কাগজপত্র দেখাতে না পারায় সেগুলি সিজ করে পুলিশ । পাশাপাশি চোরাই মোবাইল পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয় । আটক করা হয় চারচাকা গাড়িটিও । মঙ্গলবার ধৃতদের মালদা আদালতের তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।।