এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে চোলাই মদ তৈরির উপকরনসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা হলেন ধর্ম দাস, সনাতন দাস এবং চিত্তরঞ্জন দাস । ধৃতদের মধ্যে সনাতন ও চিত্তরঞ্জনের বাড়ি যথাক্রমে কেতুগ্রাম থানার পান্ডুগ্রাম ও সেনপাড়া গ্রামে । ধর্ম দাস মুর্শিদাবাদ জেলার সালার থানার জাউলিয়া গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে ৩০ কেজি অবৈধ বাকর উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
জানা গেছে,পচাই মদ তৈরির প্রধান উপকরন হল বাকর । সাধারনত সরকার অনুমোদিত দোকান থেকেই বাকর পাওয়া যায় । শনিবার সন্ধ্যায় গোপন সুত্র থেকে পুলিশ খবর পায় ওই ৩ জন সেনপাড়া গ্রামে চিত্তরঞ্জনের বাড়িতে রয়েছে । তারা গোপনীয়তার সঙ্গে বিপুল পরিমানে বাকর সংগ্রহ করে রেখেছে । খবর পেয়ে পুলিশবাহিনী সেখানে হানা দেয় । তারপর সেখানে একটি নাইলনের ব্যাগের মধ্যে ৩০ কেজি বাকর দেখতে পায় পুলিশ । কিন্তু তারা ওই বাকর কেনার কোনও কাগজপত্র দেখাতে পারেনি । শেষে তিনজনকে পুলিশ গ্রেফতার করে । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ওই বাকর ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধর্ম দাসই ওই বাকর অবৈধভাবে কোথাও থেকে সংগ্রহ করে এনেছিল । তারপর তিনজন মিলে তা পাচার করার মতলব করছিল । কিন্তু তার আগে পুলিশ গোপন সুত্র থেকে খবর পেয়ে যাওয়ায় তাদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । তারা কোথা থেকে ওই বাকর সংগ্রহ করেছিল ও কোথায় পাচার করার চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।।