দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মে : রাস্তার মোড়ে মোড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা । রাতের শহরের রাস্তায় চলে পুলিশের টহলদারি । তারই মাঝে রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকায় পরপর ৩ জায়গায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । কাটোয়ার নন্দীগ্রামে পাশাপাশি দুটি বাড়ি এবং কাটোয়ার ফুলবাগান এলাকায় একটি মোবাইল দোকানে চুরির ঘটনাগুলি ঘটে বলে জানা গেছে । তিনটি চুরির ঘটনাতেই কাটোয়া থানায় কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোরেদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । যদিও সোমবার বিকেল পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি পুলিশ ।
জানা গেছে,যে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে এক বাড়ির মালিক প্রবীর রায় ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না । সেই সুযোগে বাড়ির গেটসহ একাধিক ঘরের তালা ভেঙে আলমারিতে থাকা নগদ এক হাজার টাকা,সোনার গহনাসহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । প্রবীরবাবুর প্রতিবেশী মানস রায়ের বাড়িতেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা । তবে তেমন কিছু চুরি যায়নি বলে জানিয়েছেন মানসবাবু ।
তবে কাটোয়ার ফুলবাগান মোড়ের ওই মোবাইলের দোকানের সার্টারের তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদল । দুস্কৃতীরা দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং হার্ডডিস্ক খুলে নিয়ে ভেঙে বেশকিছু স্মার্টফোন, দুটি কম্পিউটার বগলদাবা করে পালিয়ে যায় । দোকানমালিক বৃন্দাবন সাহা জানিয়েছেন,২৮ টি স্মার্টফোন, ১০ টি সাধারণ মোবাইল ফোন, দুটি কম্পিউটার চুরি গেছে তার দোকান থেকে ।।