দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : পৃথক দুই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুকুল মাড্ডি(২৭),শম্ভু মালিক ও আলি হোসেন খান । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি ভাতার থানার সাহেবগঞ্জ গ্রামে । তার কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বাকি দু’জন যথাক্রমে সাহেবগঞ্জ ও শিকোত্তর গ্রামের বাসিন্দা ৷
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ভাতারের বিঘরা গ্রামের মোড়ের কাছে ঘোরাঘুরি করছিল সুকুল মাড্ডি । সেই সময় পুলিশের টহলদারি ভ্যান ওই রাস্তা ধরে যেতেই ছুটে পালানোর চেষ্টা করে সুকুল । পুলিশ তার পিছু ধাওয়া করে ধরে ফেলে । তারপর তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ কি উদ্দেশ্যে সেই অস্ত্রসহ ঘোরাঘুরি করছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
অন্যদিকে সোমবার ভোর রাতে বলগোনা-গুসকরা রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল শম্ভু মালিক ও আলি হোসেন খান । সেই সময় পুলিশের টহলদারি ভ্যানটি থানায় ফিরছিল । পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে । তখন পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । এরপর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।।