এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ ডিসেম্বর : পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুর পর পুলিশের উপর হামলার ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতরা হল ভাতার থানার বামশোর গ্রামের বাসিন্দা শেখ আজাদ (৩৮), শেখ সবুজ (৩৫) এবং শেখ মদন (৪২) । শুক্রবার রাতে গ্রাম থেকেই তাদের গ্রেফতার করা হয় ৷ আজ শনিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে খবর,শুক্রবার পুলিশের উপর হামলার ঘটনায় কয়েকজন মহিলাও জড়িত ছিল । পুলিশ ওই মহিলারা সহ ঘটনায় জড়িত বাকিদের সন্ধান চালাচ্ছে ।
শুক্রবার সকালে মোটরসাইকেলে চড়ে মুরাতিপুর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় বামশোর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা পেশায় মার্বেল মিস্ত্রি বাইক চালক পিন্টু ইসলাম (৪০) নামে এক যুবকের । এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । গ্রামবাসীরা দাবি তোলে যে বামশোর বাসস্ট্যান্ডে বাদশাহী রোডের উপর অন্তত ৮ টি স্পীডব্রেকার তৈরি করে দিতে হবে । এই দাবিতে সড়ক পথের উপর মৃত বাইক চালকের দেহ ফেলে পথ অবরোধ শুরু করে গ্রামবাসীরা । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত জনতা পুলিশের উপর চড়াও হয় । তারা পুলিশকে হেনস্থার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । অবশেষে শুক্রিবার রাতে তিন হামলাকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির(আইপিসি)
সুনির্দিষ্ট ধারায় একটা মামলা রজু করে আজ আদালতে পাঠানো হয় ।।