দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : এলাকার একটি পোলট্রি ফার্মের সুপারভাইজারকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানুয়েছে,ধৃতদের নাম কৃষ্ণ ধাড়া, বাপন ধাড়া ও অমিত বাগ । ধৃতদের বাড়ি ভাতার থানার আড়া গ্রামে । সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
আড়া গ্রামেই রয়েছে ওই পোল্ট্রি ফার্মটি । ওই ফার্মের সুপারভাইজার অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে । অভিজিৎয়ের অভিযোগ, একটি সংস্থা তাঁদের ফার্মে মুরগি দিতে এসেছিল । মুরগির গাড়িতেই চড়ে এসেছিল সংস্থার শ্রমিকরা । তাঁরা মুরগি খালি করতে শুরু করলে কৃষ্ণ ধাড়া, বাপন ধাড়া ও অমিত বাগরা এসে বাধা দেয় । তাঁদেরই কাজ দিতে হবে বলে তারা দাবি জানাতে থাকে । তিনি বলেন, ‘মুরগি খালি করার জন্য শ্রমিক নিয়োগে আমার যে কোনও হাত নেই সে কথা আমি ওদের বোঝানোর চেষ্টা করি । কিন্তু ওরা উলটে আমার উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে । আমার মাথা ফেটে যায় । তারপর ওরা কয়েকটা মুরগি নিয়ে পালিয়ে যায় । পরে আমি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করি ।’ এদিকে অভিযোগ পেতেই রবিবার রাতেই ৩ অভিযুক্তকে এলাকা থেকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ ।।