দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ মে : রাজ্যে বোমা বন্দুকের সংস্কৃতি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না । রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক বিস্ফোরণের ঘটনার পর এবার কাটোয়া রেলস্টেশন থেকে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্রসহ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সুদীপ খান(২৪) কাউসার শেখ (৪৫) ও শ্রীলাল মণ্ডল (৫৮) । ধৃতদের মধ্যে সুদীপ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা মৃত সুরাবুদ্দিন খানের ছেলে । কাউসার মুর্শিদাবাদ জেলার নওদা থানার গঙ্গাধরী এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদ শেখের ছেলে । অন্যদিকে বিহারের মুঙ্গের জেলার মুফাসিল থানার সীতাকুন্ড ডিহ দারিয়াপুর এলাকার বাসিন্দা শিয়ালাল মন্ডলের ছেলে শ্রীলাল মন্ডল । ধৃতদের কাছ থেকে তিনটি নাইন এমএম,১৪ রাউন্ড গুলি ও ছ’টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১১ টা নাগাদ কাটোয়া জিআরপিকে সঙ্গে নিয়ে কাটোয়া রেলস্টেশনে হানা দেয় রাজ্য পুলিশের এসটিএসটিএফ বাহিনী । তখন ওই তিনজন রেলস্টেশনের টিকিট কাউন্টারের কাছে ঘোরাঘুরি করছিল । পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের অসংলগ্ন কর্থাবার্তায় সন্দেহ হয় । তখন তাদের তল্লাশি চালাতেই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে বিহারের শ্রীলাল মন্ডলের সঙ্গে বেআইনি অস্ত্রের ডিল হয়েছিল মুর্শিদাবাদের দুই অস্ত্র পাচারকারীর । সেই অনুযায়ী কাটোয়া রেলস্টেশনে অস্ত্র সরবরাহ করতে এসেছিল শ্রীলাল । কিন্তু সুদীপ ও কাউসার ওই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথায় পাচারের মতলব করেছিল তা এখনো স্পষ্ট নয় । বেআইনি অস্ত্র পাচার চক্রের সন্ধান পেতে আজ মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এসপিএফ । তার আগে কাটোয়া মহকুমা হাসপাতালে তাদের শারিরীক পরীক্ষা করানো হয়েছে । এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে এত বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের ঘটনায় সিঁদূরে মেঘ দেখছে প্রশাসন ।।