এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,২২ আগস্ট : বুধবার (২০ আগস্ট ২০২৫) ছত্তিশগড়ে ১০ জন মহিলা সহ ২৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এই নকশালদের উপর মোট ৫৫.৫০ লক্ষ টাকা পুরস্কার ছিল। তাদের মধ্যে, দান্তেওয়াড়া জেলায় ২১ জন এবং নারায়ণপুর জেলায় আটজন মাওবাদী পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আত্মসমর্পণ করেছে । ২০২০ সালের জুন থেকে এযাবৎ দান্তেওয়াড়ায় ১,০৪২ জন নকশালবাদী আত্মসমর্পণ করেছেন । চলতি বছর ২০২৫ সালে, নারায়ণপুরে এখন পর্যন্ত ১৪৮ জন নকশালবাদী আত্মসমর্পণ করেছেন।
তথ্য অনুসারে, আত্মসমর্পণকারীরা জানিয়েছে যে তারা মাওবাদ মতাদর্শে হতাশ এবং পুনর্বাসন প্রকল্প ‘লোন ভারাতু’ দ্বারা অনুপ্রাণিত। দান্তেওয়াড়ার অনেক মাওবাদী উচ্চ পদে ছিলেন। এর মধ্যে ছিলেন কী ওরফে কেশা লেকাম, যার মাথায় ৮ লক্ষ টাকা পুরস্কার ছিল। নারায়ণপুরে আত্মসমর্পণকারীদের মধ্যে দুজন মহিলাও ছিলেন। তাদের নাম সুখলাল জুরি, হুরা, রাজু পোডিয়াম, মণিরাম কোররাম, সুক্কু ফারসা, রামু রাম, কমলা গোটা এবং দীপা পুনেম বলে জানা গেছে। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে, প্রতিটি আত্মসমর্পণকারী মাওবাদীকে তাৎক্ষনিকভাবে ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে । তারা সরকারের কাছ থেকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কৃষি জমিও পাবে । কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদ নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে।।

