এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো সিটি,০৭ জানুয়ারী : বৃহস্পতিবার মেক্সিকোর নিরাপত্তা বাহিনী ড্রাগ মাফিয়া ৩২ বর্ষীয় ওভিডিও গুজমানকে(Ovidio Guzman) গ্রেফতার করার ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় (Sinaloa) । জেল বন্দী রাজাপিন জোয়াকিন “এল চ্যাপো” গুজম্যানের ছেলে ওভিডিও গুজমান । মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল শুক্রবার বলেছেন, উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় (Sinaloa) মেক্সিকান ড্রাগ মাফিয়া ওভিডিও গুজম্যানকে (Ovidio Guzman) গ্রেপ্তারকে ঘিরে সহিংসতার জেরে ১০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য এবং ১০ জন সামরিক কর্মী নিহত হয়েছেন । তিনি আরও জানান,ওভিডিও গুজমানকে গ্রেফতারের পরেই এল চ্যাপোর বাহিনী তাণ্ডব চালায় । যানবাহনে আগুন লাগিয়ে, রাস্তা অবরোধ করে এবং সিনালোয়ার রাজধানী কুলিয়াকান এবং এর আশেপাশে নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় তারা । বৃহস্পতিবারের অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তবে কোনো সাধারণ মানুষ নিহত হয়নি বলে স্যান্ডোভাল একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি ।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র মাদক পাচার মামলায় গুজমানের প্রত্যর্পণ চাইছে । ইতিপূর্বে তার উপর ৫ মিলিয়ন ডলার পুরুষ্কার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন । মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো ইব্রার্ড জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তার বিরুদ্ধে । তবে আইনি বাধ্যবাধকতার কারণে গুজমানের সম্ভাব্য প্রত্যর্পণ অবিলম্বে হবে না। তিনি আরও বলেন যে গুজমানের মেক্সিকোতে আইনি প্রক্রিয়া চলছে। এদিকে পরের সপ্তাহেই মেক্সিকো সফরে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের । তার আগে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ায় তাঁর সফর অনিশ্চিত হয়ে পড়েছে ।।