এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,১৬ এপ্রিল : লোকসভা নির্বাচনের ভোটের আবহে আজ মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে । নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নকশাল কমান্ডার শঙ্কর রাওসহ ২৯ জন নকশালবাদী নিহত হয়েছে । পাশাপাশি তিন নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন । শঙ্কর রাওয়ের উপর ২৫ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ । এই এনকাউন্টারটি হয় কাঙ্কের জেলার ছোটবেটিয়া থানা এলাকার অন্তর্গত বিনাগুন্ডা এবং করোনারের মধ্যে হাপাটোলা জঙ্গলে ।
জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে হাপাটোলা জঙ্গলে অভিযান চালায় পুলিশ ও বিএসএফ-এর যৌথবাহিনী । যৌথবাহিনী ও নকশালদের মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ হয়। যাতে ২৯ নকশাল নিহত হয় । নকশালদের কাছ থেকে সাতটি একে ৪৭, তিনটি এলএমজি অস্ত্র এবং ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে ।
কাঙ্কের জেলার এসপি আইকে আলেসেলা বলেছেন, যৌথবাহিনী ১০ নকশালবাদীর মৃতদেহ উদ্ধার করেছে। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় তল্লাশি অভিযান চলছে। সংঘর্ষে তিন জওয়ান আহত হয়েছেন। আহত সেনাদের অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত। আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।।