এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,০৬ জুলাই : বুধবার সকালে দক্ষিণ মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে অন্তত ২৯ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে । বাসটি সকাল সাড়ে ৬ টা নাগাদ মেক্সিকো সিটি থেকে যখন দক্ষিণ ওক্সাকা রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন চালক ম্যাগডালেনা পেনাস্কো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । ফলে গভীর গিরিখাদের মধ্যে উলটে পড়ে বাসটি । প্রায় ১৪ জনকে তলাক্সিয়াকো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং পাঁচজনকে রাজ্যের রাজধানী ওক্সাকা সিটিতে বিমানে নিয়ে যাওয়া হয় ।
মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলগুলি খাড়া রাস্তা বহুল । এলাকাগুলি ঘূর্ণিঝড় কবলিত । প্রায়ই মেক্সিকোতে দূর্ঘটনার খবর পাওয়া যায় । গত এপ্রিলে, পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড় থেকে পড়ে ১৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয় ।।