দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ সেপ্টেম্বর : স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে খাঁচা ভর্তি পাখি ফেলে চম্পট দিল পাখি বিক্রেতা । খবর পেয়ে কালনা থেকে টিয়া ও ফিঞ্জেস পাখি মিলে মোট ২৮ টি পাখি উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা বনদপ্তর । উদ্ধার হওয়া পাখিগুলি বর্ধমান রমনাবাগানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা ।
উল্লেখ্য,পাখি বিক্রি নিষিদ্ধ হলেও এখনো এক শ্রেনীর মানুষ বেআইনিভাবে পাখি কেনাবেচা পেশার সঙ্গে যুক্ত রয়েছে । গাছের কোঠরে টিয়া, বদ্রি, ফিঞ্জেস পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে বাড়িতে এনে সেই ডিম ফুটিয়ে প্রথমে বাচ্ছা বের করে পাখমারার দল । তারপর সেই পাখিগুলিকে তারা খাঁচা বন্দি করে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে।
জানা গেছে,এই রকমই এক পাখমারা খাঁচা বন্দি কিছু টিয়া ও ফিঞ্জেস পাখি নিয়ে কালনা শহরের ১০৮ মন্দিরের কাছ বিক্রি করতে গিয়েছিল। সেই সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পাখি বিক্রির প্রতিবাদ করছে খাঁচা ফেলে চম্পট দেয় পাখি বিক্রেতা । তারপর কাটোয়া বনদপ্তরের কর্মীরা গিয়ে পাখিগুলিকে উদ্ধার করে । রেঞ্জার শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাখিগুলির মধ্যে ১০ টি টিয়া ও ১৮ টি ছোট ফিঞ্জেস পাখি ছিল । পাখিগুলি খুবই রুগ্ন ছিল। কাটোয়ায় আনার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তবেই পাখিগুলিকে রমনাবাগানে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ।।