এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,৩০ মে : কোচবিহারের দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত বাংলাদেশীদের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে । বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ । আজ শুক্রবার ধৃতদের দিনহাটা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর,কোচবিহারে বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতার বিহীন এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছিল ওই দলটি ৷ পরে তারা হরিয়ানায় ইঁট ভাটতে কাজ করতে চলে যায় । অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানকার পুলিশের সাম্প্রতিক অভিযানের কারনে ইঁট ভাটার মালিক তাদের বিহারে যাওয়ার পরামর্শ দেয় । এরপর তারা বিহারের গয়ায় একটা ইঁট ভাটতে গিয়ে তারা কাজ করতে শুরু করে । কিন্তু সেখানেও পুলিশের তৎপরতা শুরু হলে তারা বাংলাদেশে ফিরে যেতে মরিয়া হয়ে ওঠে ।
জানা গেছে,ওই দলটি কোচবিহারের কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল । কিন্তু তারা বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে যায় । প্রসঙ্গত,অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং পাকিস্তানিদের চিহ্নিত করে ৩০ দিনের মধ্যে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । তার পর থেকে হরিয়ানা,উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,উত্তরাখণ্ড, দিল্লিস,রাজস্থান প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে৷ ইতিমধ্যেই এক হাজারের অধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে । কিন্তু এখনো বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ঘাঁটি গেড়ে আছে ।।

