এইদিন ওয়েবডেস্ক,কানপুর,০২ অক্টোবর : মহা ষষ্ঠীর রাতে ট্রাক্টর দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ২৭ জনের । আহত ১৩ জন যাত্রী । আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে । শনিবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের ঘটমপুর এলাকার ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হতাহতরা প্রত্যেকেই সাদ থানা এলাকার কোর্থা গ্রামের বাসিন্দা । তারা একটি ট্রাক্টরের ট্রলিতে চড়ে গ্রামের অদূরে চন্দ্রিকা দেবীর মন্দিরে আয়োজিত এক শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । অনুষ্ঠান শেষে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার সময় গম্ভীরপুর গ্রামের কাছে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । ট্রলিটি যাত্রীদের উপর উলটে যায় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার অভিযান শুরু করে । কিন্তু তার আগেই মৃত্যু হয় শিশু,মহিলাসহ ২৭ জন যাত্রীর ।
মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ । উত্তর প্রদেশের সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।।