এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,০৭ ফেব্রুয়ারী : বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী সমাবেশের সময় দুটি পৃথক বিস্ফোরণের ফলে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৪০ জনের বেশি মানুষ ৷
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি আজ বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের পিশিন (Pishin) জেলায় অবস্থিত নির্বাচনী ক্ষেত্র ৪৭-এ ঘটেছে । তার ঠিক ঘন্টা খানেকের ব্যবধানে পরের বিস্ফোরণটি হয় জমিয়ত উলেমা-ই-ইসলাম পাকিস্তানের অফিস প্রাঙ্গণের বাইরে । বেলুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ বিস্ফোরণগুলিকে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে বর্ণনা করেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
যদিও এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনির্দিষ্ট রয়ে গেছে, পাকিস্তানি কর্তৃপক্ষ এগুলোকে মাইন বসানোর জন্য দায়ী করেছে। এখন পর্যন্ত, কোন নির্দিষ্ট গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি । পাকিস্তানে সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে এই বিস্ফোরণগুলি এই অঞ্চলে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ বৃহস্পতিবার ভোট হতে চলেছে পাকিস্তানে ।।