এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ মে : শুক্রবার দিল্লির মুন্ডকা(Mundka) এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর । নিহতদের শরীর পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে তাঁদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ । অগ্নিকান্ডের পর এখনও নিখোঁজ ২৫ জন । গুরুতর দগ্ধ ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় কোম্পানির দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হরিশ গয়াল এবং বরুণ গয়াল । তবে বহুতল ভবনের মালিক মণীশ লাকড়া আগুন লাগার পর থেকেই বেপাত্তা । তার সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে । এদিকে নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ।
পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে রয়েছে তিনতলা বিশিষ্ট ওই বাণিজ্যিক ভবনটি । ভবনের প্রথম তলায় সিসিটিভি ক্যামেরা ইত্যাদির কারখানা ছিল । অগ্নিকাণ্ডের ঘটনায় বেশিরভাগ মৃত্যু হয়েছে দ্বিতীয় তলায় । যেখানে গুদাম ছিল বলে জানা গেছে । তৃতীয় তলায় ছিল একটি গবেষণাগার । ভবনটিতে বেশিরভাগ কর্মচারীই ছিলেন মহিলা । শুক্রবার সন্ধ্যায় মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে প্রথম আগুন দেখা যায় । দমকা হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে । সেই সময় ভবনটিতে বহু মানুষ কর্মরত ছিলেন । আগুন লাগার পর অনেককে কাঁচ ভেঙে উপর থেকে লাফ দিতে দেখা যায় ।
খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন এবং পরে আরো ১৪ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে । দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে । উদ্ধারকাজে ফায়ার ব্রিগেডের সঙ্গে এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়েছে । তবে আগুন লাগার কারন স্পষ্ট নয় । বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।