এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ এপ্রিল : শিক্ষক নিয়োগ (SSC) দুর্নীতি মামলায় আজ সোমবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হয়েছে ২০১৬ সালের বেআইনি প্যানেল। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। শুধু তাইই নয়, এতদিন ধরে বেআইনিভাবে পাওয়া চাকরিতে যে বেতন পাচ্ছিলেন নিয়োগপ্রাপ্তরা, তাদের সেই।টাকাও ১২ শতাংশ হারে সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত । লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের এই যুগান্তকারী রায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের জন্য একটা জোর ধাক্কা বলে মনে করা হচ্ছে ।
রাজ্যের অন্যতম বড় দূর্নীতি হল শিক্ষক নিয়োগ দূর্নীতি । অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়ছিল বলে অভিযোগ । ২০২১ সালের জুন মাসে শুনানি শুরু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বর্তমানে বিজেপির প্রার্থী হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । এই মামলায় মূল অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেলে গেছেন । জেলে গেছে শিক্ষক নিয়োগ দূর্নীতিতে যুক্ত বেশ কয়েকজন রাঘব বোয়ালও । সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় সাড়ে তিন মাস ধরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি চলে। গত ২০ মার্চ ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয় । রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। আজ মামলার রায় ঘোষণা হল ।।