এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,১২ আগস্ট : ইসলামিক স্টেট গ্রুপ (আইএসআইএস) এর হামলায় ২৬ জন সিরিয়ান সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস । আহত হয়েছে আরও ১১ জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ওই আন্তর্জাতিক সংগঠনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেইর ইজোর প্রদেশে একটি সামরিক বাসে হামলা চালায় দায়েশ সন্ত্রাসবাদীরা । চলতি বছরে সিরিয়ার সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে মারাত্মক হামলা ।
সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা(SANA) জানিয়েছে যে এই সন্ত্রাসী হামলা মূলত সিরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হয় এবং হতাহতের ঘটনা ঘটেছদ । তবে এই হামলায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ । হামলার পর সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলিকে সিরিয়ার সময় শুক্রবার সকালে হামলার স্থানে পাঠানো হয়েছিল ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, আইএসআইএস জঙ্গিরা যতটা সম্ভব সৈন্যকে হত্যা করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মারাত্মক আক্রমণ বাড়িয়েছে । তিনি এএফপিকে বলেছেন যে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস দেখাতে চায় যে তাদের নেতাদের লক্ষ্যবস্তু করা হলেও তারা এখনও সক্রিয় ও শক্তিশালী ।
প্রসঙ্গত,গত সপ্তাহে আইএসআইএস জঙ্গিরা উত্তর-পশ্চিম সিরিয়ায় লড়াইয়ে নিহত আইএসআইএস নেতা আবু হুসেইন আল-হুসেন আল-কুরাইশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আল-কুরাইশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর, আইএসআইএসের একজন মুখপাত্র টেলিগ্রাম বার্তায় বলেছেন যে আবু হাফস হাশেমি আল-কুরাইশি নামে একজনকে আইএসআইএসের নতুন নেতা হিসেবে নিয়োগ করা হয়েছে ।
যদিও আইএসআইএসকে ২০২৯ সালে ইরাক এবং সিরিয়ার অনেক এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল, তবুও এই গোষ্ঠীর এখনো অস্তিত্ব রয়ে গেছে সিরিয়ায় এবং জঙ্গিরা সিরিয়ায় তাদের হামলা চালিয়ে যাচ্ছে । গোষ্ঠীর সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষ, কুর্দি যোদ্ধা, সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে তাদের বেশিরভাগ মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ।
জাতিসংঘের সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্য অনুযায়ী,ইরাক ও সিরিয়ায় দায়েশ জঙ্গিদের সংখ্যা নজিরবিহীনভাবে কমেছে এবং বর্তমানে মাত্র আড়াই হাজারে পৌঁছেছে । সিরিয়ার যুদ্ধ ২০১১ সালে শুরু হয়েছিল যখন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সহিংসভাবে সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করেছিল । সিরিয়ার সংঘাত এখন জটিল । সিরিয়ার গৃহযুদ্ধে ৫,০০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও লক্ষ লক্ষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে । সিরিয়ার যুদ্ধে এদেশের মৌলিক সুবিধা ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে । এই যুদ্ধে আমেরিকা, রাশিয়াসহ বিদেশী বাহিনীও জড়িত ছিল ।।