এইদিন ওয়েবডেস্ক,মিসিসিপি,২৭ মার্চ : মিসিসিপিতে (Mississippi) ভয়ঙ্কর টর্নেডো হানায় ২৬ জন নিহত হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ । রবিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন । বিবৃতিতে বলা হয়েছে, ক্যারল, হামফ্রেস, মনরো এবং শার্কির কাউন্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য অর্থ অনুমোদন করা হবে।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি এবং আলাবামা রাজ্য জুড়ে শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ে । টর্নেডোর তান্ডবে বেশ কিছু বাড়ির ছাদ ধ্বসে পড়ে । গাছ উপড়ে পড়ে । চারচাকা গাড়িগুলিকে খেলনা গাড়ির মত উড়িয়ে নিয়ে যায় । আক্রান্ত এলাকাগুলি কার্যত লণ্ডভণ্ড করে দেয় । মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা শনিবার মৃতের সংখ্যা ২৫ বলে জানিয়েছিল,আরও কয়েক ডজন আহত হওয়ার কথা বলা হয় । প্রথমে ৪ জন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও পরে তাদের খুঁজে পাওয়া হয়েছে বলে জানানো হয় ।
মরগান কাউন্টির শেরিফের অফিস টুইটারে জানিয়েছে,প্রবল ঝড়ে একটি ট্রেলার উল্টে আটকা পড়ে একজনের মৃত্যু হয়েছে । মিসিসিপির জ্যাকসনের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ নিকোলাস প্রাইসের মতে, টর্নেডোটি প্রায় এক ঘন্টা স্থায়ী হয় । শুক্রবার শেষ রাতের দিকে মিসিসিপির প্রায় ২৭৪ কিলোমিটার এলাকার সব কিছু ধ্বংস করে দেয় ।
সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মিসিসিপির প্রায় ১,৯০০ জনসংখ্যা অধ্যুষিত শহর রোলিং ফর্ক (Rolling Fork) । এখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে । শহরটিতে ৭৫ শতাংশ কৃষ্ণবর্ণের মানুষ বসবাস করে । মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুসারে, জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে । রোলিং ফর্কের অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করে দেয় শক্তিশালী ওই টর্নেডো । বড় বড় গাছের গুঁড়ি সহ উপড়ে ফেলে । গাড়িগুলিকে খেলনার মতো উড়িয়ে নিয়ে যায় । শহরের বিদ্যুতের খুঁটি ও জলের টাওয়ার উপড়ে দুমড়ে মুচড়ে দেয় । পার্শ্ববর্তী ৩০০ পরিবার অধ্যুষিত ছোট্ট গ্রাম সিলভার সিটিতেও ব্যাপক ধ্বংস যজ্ঞ চালায় ওই টর্নেডোটি ।
পাওয়ার আউটেজ ডট ইউএসের খবরে বলা হয়েছে, মিসিসিপিতে প্রায় ৬,০০০ এবং আলাবামাতে প্রায় ১০,০০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে । বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য মেরামতের কাজ চলছে । মিসিসিপির কর্মকর্তারা রোলিং ফর্কের ন্যাশনাল গার্ড আর্মোরি সহ তিনটি জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে । ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ডিন ক্রিসওয়েল রবিবার মিসিসিপিতে পরিদর্শনে গিয়েছিলেন ।।