এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ নভেম্বর : দিল্লি থেকে দারভাঙ্গাগামী হামসফর এক্সপ্রেসে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ইটাওয়া থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে যশোবন্ত স্টেশন ছাড়ার অব্যবহিত পরেই ট্রেনের এস-ওয়ান কোচে আগুন লাগে । পাশাপাশি অনান্য কোচেও আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে । যাত্রীরা আতঙ্কে কোচ থেকে লাফাতে শুরু করে । ঝাঁপ দিতে গিয়ে নয়জন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে, মোট ২৬ জন আহত হয়েছে বলে খবর । তবে প্রাণহানি হয়নি । রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে ।
জানা গেছে,আগুনের কবলে পড়া নিউদিল্লি- দারভাঙ্গা হামসফর সুফার ফাস্ট ট্রেনটি (02570) বুধবার বিকেল ৫:২৯ নাগাদ নয়াদিল্লি থেকে দরভাঙ্গা যাচ্ছিল । তখন ট্রেনের গতি ছিল ঘন্টায় ২০ কিমি । সরাই ভূপত স্টেশনে ট্রেনটি আসার পর স্লিপার কোচ এস-ওয়ান থেকে ধোঁয়া বের হতে শুরু করে । এরপর প্রচণ্ড বিস্ফোরণ হয় ।
আগুনের লেলিহান শিখা একের পর এক কামরাকে গ্রাস করতে থাকে। আগুন ও ধোঁয়া দেখে ক্রু ট্রেন থামিয়ে দেয় । ততক্ষণে অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে দৌড়াতে শুরু করে । হুড়োহুড়ির সময় অনেকে পদদলিত হয়। কিছু যাত্রী জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে, অন্যরা গেট থেকে লাফ দেয় । আহত ২৬ যাত্রীর সবাই এস-ওয়ানের যাত্রী । আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক । ট্রেনে অগ্নিকাণ্ডের পর সাতটি রাজধানী এবং দুটি শতাব্দী সহ ৫৪ টি ট্রেনকে বিভিন্ন স্থানে থামিয়ে দেওয়া হয় । আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে ।
আহত যাত্রীদের বক্তব্য, স্লিপার এস-ওয়ান ও এসএলআর কোচে আগুন লেগেছে । ক্রমে এস-২ তে আগুন ছড়িয়ে পড়ে । কোচটিতে ধারণক্ষমতার (৭২) চেয়ে প্রায় দেড়গুণ (১১৮) যাত্রী ছিল। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ।।