এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর(জম্মু ও কাশ্মীর), ২২ মে : আজ সোমবার শ্রীনগরের গুলমার্গে হতে চলেছে জি-২০-এর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের (TWG) বৈঠক । ওই বৈঠকে জি-২০ সদস্য দেশগুলোর প্রায় ৬০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবেন । অনুষ্ঠানে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি আসছেন সিঙ্গাপুর থেকে । তার আগে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করেছে জম্মু-কাশ্মীরের গোয়েন্দারা । জি-২০ বৈঠকে ২৬/১১ ধাঁচের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছে আইএসআই । নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়া সন্দেহভাজন জঙ্গি ফারুক আহমেদ ওয়ানি আইএসআই-এর ওই গোপন ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছে । উল্লেখ্য,২২ থেকে ২৪ মে, এই ৩ দিন গুলমার্গে জি-২০-এর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলবে ।
জানা গেছে,জম্মু-কাশ্মীরের বারামুল্লার হাইগাম সোপোরে বাড়ি ফারুক আহমেদ ওয়ানির । সে গুলমার্গের একটি বিখ্যাত পাঁচতারা হোটেলে কাজ করত । এপ্রিলের শেষ সপ্তাহে তাকে গ্রেফতার করা হয় । ফারুক সন্ত্রাসীদের ওভার-গ্রাউন্ড ওয়ার্কার (OGW) হিসেবে কাজ করত । ওই সংগঠনের কাজ ছিল সরাসরি নাশকতায় না জড়িয়ে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তথ্য,রসদ, অর্থ প্রভৃতি সরবরাহ করা । ধৃত সন্দেহভাজন জঙ্গি জেরায় জানিয়েছে,মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার আদলে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের পণবন্দি করে উদ্দেশ্য হাসিল করা লক্ষ্য নিয়েছে আইএসআই ।
এদিকে রবিবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত জেলা পুঞ্চে সেনা শিবিরের একজন জওয়ান কিছু সন্দেহজনক গতিবিধি দেখে গুলি চালাতে শুরু করে । পরে এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী । রবিবার ভোর ৩ টে নাগাদ মেনধার সেক্টরের কেরি ক্যাম্পে সেন্ট্রি ডিউটিতে থাকা সৈনিকের সংক্ষিপ্ত গুলিতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা । যদিও সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি । কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে সেনাবাহিনী এলাকা এবং পার্শ্ববর্তী জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে ।
এদিন জি-২০-এর তৃতীয় পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক ঘিরে শ্রীনগর শহরের কিছু অংশ এবং শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের দিকে যাওয়ার রাস্তাগুলিকে সাজিয়ে তোলা হয়েছে । বৈঠককে কেন্দ্র করে গোটা উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে । সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের হাজার হাজার সৈন্য নিরাপত্তা অভিযানে নিযুক্ত রয়েছে ।
উল্লেখ্য,২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যের মর্যাদা বাতিল করার পরে এই অঞ্চলে এই প্রথম কোনো আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হবে । চীন কাশ্মীরে জি-২০ বৈঠকের বিরোধিতা করেছে, অন্যদিকে সৌদি আরব ও তুরস্ক এই বৈঠক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে ।।