এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২৪ নভেম্বর : ইরাকে কুর্দি অবস্থানে “সোর্ড ক্ল” অপারেশনে ২৫৪ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর । বুধবার তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন,’আমাদের দেশের বিমান বাহিনীর অপারেশন পাঞ্জাহ শশিরের ফলস্বরূপ, এযাবৎ ৪৭১ টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে এবং ২৫৪ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।’ জানা গেছে, তুর্কির হামলায় সিরিয়ার আল-কাহতানিয়াতে কুর্দি-চালিত একটি তেল স্থাপনা ধ্বংস হয়ে গেছে ।
সম্প্রতি ইস্তাম্বুলে সাম্প্রতিক বিস্ফোরণের কারণ হিসাবে উত্তর ইরাক এবং সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের দায়ি করেছিল তুর্কি সরকার । তারপর থেকেই ইরাকে কুর্দি ঠিকানায় লাগাতার ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী । তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন যে উপযুক্ত সময় এলে তারা স্থল অভিযান শুরু করবেন এবং কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকা তাল রিফাত, মানবিজ এবং আইন আল-আরব এলাকা থেকে কুর্দি বাহিনীকে নির্মূল করবেন ।
উল্লেখ্য,ইস্তাম্বুলের জনবহুল রাস্তায় সম্প্রতি আত্মঘাতী হামলার ঘটনায় ৬ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হয়েছিল । যদিও এই ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন কুর্দিদের মুখপাত্র । তাঁর পালটা অভিযোগ, শরণার্থী অধ্যুষিত ঘন জনবসতিপূর্ণ দুটি গ্রামে বিমান হামলা চালিয়েছে তুর্কি ।।