এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৪ মে : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেছেন যে গত মাসে ইরান ও পাকিস্তান থেকে ২,৫০,০০০ আফগান শরণার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার সংগঠনটি জানিয়েছে যে এই লোকদের কেবল এপ্রিল মাসেই বহিষ্কার করা হয়েছিল। সংস্থার মতে, প্রত্যাবর্তনকারীদের মধ্যে এমন নারী ও অল্প বয়সী মেয়েরাও রয়েছেন যারা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র সহ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। জাতিসংঘ জোর দিয়ে বলেছে যে যেকোনো প্রত্যাবর্তন অবশ্যই মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে সম্পন্ন করতে হবে।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস পূর্বে এক প্রতিবেদনে বলেছে যে গত ১৮ মাসে শুধুমাত্র পাকিস্তান থেকে প্রায় দশ লক্ষ অভিবাসীকে নির্বাসিত করা হয়েছে। এখন বহিষ্কৃতরা আশ্রয়, শিক্ষা এবং কাজের ক্ষেত্রে সুযোগ-সুবিধার অভাবের কারনে হতাশার মুখোমুখি হচ্ছে ।।