এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,০৫ জুলাই : গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ২৫০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে বুধবার (২ জুলাই ২০২৫) বহিষ্কার করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে এই অনুপ্রবেশকারীদের ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি কঠোর নিরাপত্তার মধ্যে এই পদক্ষেপ নেয়। যাতে কোনও ঝামেলা পাকাতে না পারে সেজন্য অনুপ্রবেশকারীদের হাত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল ।
এই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গুজরাটের বিভিন্ন শহর যেমন আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা এবং রাজকোট থেকে পুলিশি নজরদারিতে বাসে করে আনা হয়েছিল। গত দুই মাসে ১,২০০ জনেরও বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জাল আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি পরীক্ষা করে তাদের সনাক্ত করছে।
কর্মকর্তারা বলছেন যে এই অভিযান আরও তীব্রতর হবে। বিশেষ করে বড় শহরগুলিতে অবৈধ অভিবাসীদের উপর নজরদারি করা হচ্ছে। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে অবহিত করার জন্য নাগরিকদেরও আবেদন করা হয়েছে। এই পদক্ষেপ অবৈধ অভিবাসন রোধে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সহায়তা করবে।।

