এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ জুন : কলকাতার মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে গত শুক্র ও শনিবার ৪ মহিলাসহ ২৫ জন রোগীর চোখের ছানি অস্ত্রপচার করা হয় । কিন্তু দৃষ্টিশক্তি স্বাভাবিক হওয়ার পরিবর্তে চোখে সংক্রমণ হয়ে তারা আর দেখতেই পাচ্ছেন না বলে অভিযোগ । ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্যের রাজধানী শহরে । এই ঘটনার জেরে ওই হাসপাতালে আপাতত নতুন করে চোখের ছানি অস্ত্রপচার বন্ধ রাখা হয়েছে । এদিকে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’ছানি অপারেশনের পর আর দেখতে পাচ্ছেন না। খাস কলকাতায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসার পরে অন্তত ২৫ জন রোগীর পরিবারের তরফে একই অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে গার্ডেনরিচ এলাকায়। তবে এই ঘটনা তো প্রথমবার নয়, তৃণমূলের সাংসদকেই দেওয়া হয়েছে ভুয়ো ভ্যাকসিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নার্সের অবর্তমানে সিভিক ভলান্টিয়াররা যদি স্বাস্থ্য পরিষেবা দেয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটা যে অস্বাভাবিক নয়, তা আর বলার অপেক্ষা রাখে না।’
এদিকে অস্ত্রোপচারের পর কীভাবে সংক্রমণ হল, তা নিয়ে ধন্দ্বে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ । রোগীদের রিজিওনাল ইন্সস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করার পাশাপাশি অস্ত্রোপচারে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর ।।