এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ অক্টোবর : একশ দিনের কাজসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া টাকার দাবিতে দিল্লিতে দু’দিনের ধর্না কর্মসূচি পালন করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কিন্তু সোমবারই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন,’কোনো প্রকল্পের টাকাই আটকে রাখা হয়নি । মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান (মনরেগায়) যোজনায় ২০২২ সালের মার্চ পর্যন্ত আমরা ৫৪,০০০ কোটি টাকা দিয়েছি । অথচ একদিকে চুরি, তার উপর গায়ের জোর দেখানো হচ্ছে । এছাড়া ৩০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে আবাস যোজনায় । কেন শুধুমাত্র ৪,৪০০ কোটি খরচ করা হল ? এখন মনে হচ্ছে এই বিষয়ে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ।’
এদিন রাজ্যের বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জানিয়েছেন প্রায় ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড রয়েছে পশ্চিমবঙ্গে। আমরাও মনরেগার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে প্রায় ১ বছর আগেই দেখিয়েছিলাম প্রতি জেলায় ভুয়ো জবকার্ডের সংখ্যা । এই ১৫ লক্ষ জবকার্ডের টাকায় তৃণমূলের কোন কোন নেতা মন্ত্রীর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে তার হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে দিতে হবে।’
পাশাপাশি রাজ্যে ভূয়ো জবকার্ডের একটা পরিসংখ্যানও তুলে ধরেন দিলীপবাবু । তাঁর সেই পরিসংখ্যান অনুযায়ী,দক্ষিণ ২৪ পরগনায় ২,৬৪,০৩৭, মূর্শিদাবাদে ১,৫৩,৩৯৫,হাওড়া ১,১৮,৬৯৪, মালদা ১,১৬,৪৯৩ এবং উত্তর ২৪ পরগনায় ১,০৬,০৭২ টি ভূয়ো জবকার্ড রয়েছে । দিলীপবাবু লেখেন, ‘রাজ্যে ভূয়ো জবকার্ডের পাহাড় । মমতা ব্যানার্জি মানেই দূর্নীতি ও মিথ্যা ।’।