এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৬ ফেব্রুয়ারী : আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে ৩ দিনে গ্রেফতার হয়েছে ২,৪৪১ জন । আসাম পুলিশ জানিয়েছে,বাল্য বিবাহ প্রতিরোধ আইনের আওতায় রাজ্যে মোট ৪,০৭৪ টি এফআইআর রজু করা হয়েছে । যার ভিত্তিতে বিশ্বনাথ জেলায় কমপক্ষে ১৩৯ জন, বারপেটাতে ১৩০ জন এবং ধুবরিতে ১২৬ জন,বক্সায় ১২৩ জন, বোঙ্গাইগাঁও ও হোজাইয়ে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাল্যবিবাহের বিরুদ্ধে ধুবরিতে সর্বোচ্চ সংখ্যক ৩৭৪ টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এরপরেই রয়েছে হোজাইয়ে ২৫৫ এবং মরিগাঁও-এ ২৪৪ টি এফআইআর ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য থেকে বাল্যবিবাহের প্রবণতা উৎখাত করতে এই অভিযান আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে । তবে কংগ্রেসসহ বিরোধী দলগুলি এই অভিযানের সমালোচনা করেছে । অভিযানের বিরুদ্ধে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বলে খবর ।।