এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১২ ডিসেম্বর : সন্ত্রাসবাদের জনক পাকিস্থানকেই এখন নিশানা করতে শুরু করেছে সন্ত্রাসী সংগঠনগুলি । ফের সন্ত্রাসী হামলায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে । এবারে ঘটনাস্থল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ । পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় ২৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইলখেল এলাকায় এই হামলার ঘটনা ঘটে । প্রতিবেদন অনুযায়ী,বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থানার দেয়ালে সজোরে আঘাত করার পরেই প্রবল বিস্ফোরণ ঘটে ।
পাকিস্তানের দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পর সশস্ত্র হামলাকারীরা সামরিক ঘাঁটিতে প্রবেশ করে । এই হামলার পর খাইবার পাখতুনখাওয়া পুলিশ ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে এবং দেশটির নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় পাঠানো হয়। তেহরিক জিহাদ ইসলামি পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে।
এই ঘটনার দুই দিন আগে,বেলুচিস্তানের খুজ এলাকায় এক সেনা অফিসারের গাড়িতে মাইন বিস্ফোরণ ঘটে, যার ফলে একজন সেনা নিহত এবং দুইজন আহত হয়।।