এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৫ নভেম্বর : গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় খতম হয়েছে অন্তত ২৪ জন হামাস সন্ত্রাসী । এই হামলায় আহত হয়েছেন অন্তত ১১২ জন । মৃত সন্ত্রাসীদের ছবি প্রকাশ্যে এসেছে । পাকিস্তানি বংশভূত ব্রিটিশ নাগরিক ইমতিয়াজ মেহমুদ মৃত ১২ হামাস সন্ত্রাসীর ছবি প্রকাশ করে লিখেছেন, ‘গাজায় ইউএনআরডব্লিউএ স্কুল: প্রিন্সিপাল, স্টাফরা সন্ত্রাসী ইউনিটের সদস্য হিসেবে চিহ্নিত,সবাই হতবাক। তারা দুটি বেতন পাচ্ছে, একটি ইউএনআরডব্লিউএ থেকে এবং একটি হামাস থেকে। হামাস “প্যালেস্টাইনে” বসবাসকারী কার্যত প্রত্যেক ব্যক্তিকে তার সারিতে অন্তর্ভুক্ত করেছে এবং গ্রহণ করেছে। ফিলিস্তিনের প্রতিটি মৃত্যুই ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক কর্মকাণ্ডের ফলস্বরূপ একটি যুদ্ধকালীন মৃত্যু।’
এদিকে লেবাননের বৈরুতসহ সিরিয়া-লেবানন সীমান্তেও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। গাজা ও লেবাননে সমানতালে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইল ডিফেন্স ফোর্স । এতে প্রতিদিন খতম হচ্ছে অসংখ্য সন্ত্রাসবাদী । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে হামাস সন্ত্রাসীসহ অনেক ফিলিস্তিনি। আহতদের অবস্থাও আশঙ্কাজনক । যদিও ইসরায়েল সাধারণ মানুষের মৃত্যুর খবর অস্বীকার করেছে ।
নেতানিয়াহু বাহিনীর রোষের শিকার হচ্ছে লেবাননের বিভিন্ন অঞ্চল। নতুন করে তারা হামলা চালিয়েছে সিরিয়া -লেবানন সীমান্ত ও বালবেক শহরে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন সন্ত্রাসবাদী । দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন স্বাস্থ্যকর্মীও। যদিও এই দাবির সত্যতা প্রমান করা সম্ভব নয় । পাশাপাশি গাজা ও লেবাননে দফায় দফায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কয়েকটি ইসলামি রাষ্ট্র । তারা যুদ্ধ বন্ধের জন্য কাতর আহ্বান জানিয়েছে । এছাড়া নতুন করে আবারও ইসরাইলের হামলার নিন্দা করেছে ইসলামপন্থী জাতিসংঘ।।