এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,০৭ মে : উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত দাঙ্গার কারণে প্রায় ২৩,০০০ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেখানে কমপক্ষে ৫৪ জন মারা গেছে বলে জানা গেছে । সেনাবাহিনীর পক্ষ থেকে গৃহহীন মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে । রবিবার সেনাবাহিনী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে, শনিবার রাতে রাজ্যে বড় ধরনের কোনো হিংসার ঘটনা ঘটেনি ।
প্রসঙ্গত,হিন্দু মেটিস গোষ্ঠীকে উপজাতী মর্যাদা দেওয়ার বিষয়ে সরকারি পদক্ষেপের প্রতিবাদে খ্রিস্টান কুকি গোষ্ঠীর মিছিল থেকে হামলার পর থেকেই উত্তপ্ত মণিপুর । প্রায় গোটা রাজ্য জুড়ে কুকি ও মেটিস গোষ্ঠীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়ে যায় । হিংসায় লাগাম টানতে হিংসা কবলিত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে । এমনকি “গুরুতর পরিস্থিতিতে” “শুট অন-সাইট” আদেশ জারি করা হয় । জারি করা হয় কারফিউ । বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ।।