এইদিন ওয়েবডেস্ক,মাদাগাস্কার,১৩ মার্চ : দক্ষিণ আফ্রিকার মাদাগাস্কার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে । রবিবার সন্ধ্যায় মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে । মেরিটাইম অ্যান্ড রিভার পোর্টস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ৪৭ জন যাত্রী নিয়ে মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে (Mayotte) যাচ্ছিল ওই নৌকাটি । কিন্তু মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনার সমুদ্রে নৌকাটি প্রবল ঢেউয়ের তোড়ে উলটে যায় ।
সংস্থাটি বলেছে যে দুর্ঘটনার শিকার নৌকাটি থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২২ জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি দুজনের সন্ধান পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশির ভাগই গ্রেফতারি এড়াতে মায়োটে পালানোর চেষ্টা করছিল ।।