এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ মে : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পিচকুড়ি গ্রামের উত্তরপাড়ার কাছে সেচখাল থেকে ২২ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ । বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে সিআইডি বোম্বস্কোয়াডকে । কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি সেচখালের মধ্যে ফেলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি(ডিএনটি) অরিজিৎ পালচৌধুরি । এদিকে বিপুল পরিমানে তাজা বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিচকুড়ি গ্রামের বাসিন্দা মন্টু শেখ নামে এক বিজেপি কর্মীর ভাই ইসলাম শেখের বাড়ির পিছন দিক থেকে বৃহস্পতিবার সকালে ৬ টি তাজা বোমা উদ্ধার হয় । ওই ঘটনায় বিজেপি-তৃণমূল দুপক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে । বিজেপির অভিযোগ তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যে বোমাগুলি ফেলে গিয়েছিল তৃণমূলের লোকজন । অন্যদিকে বিজেপির বিরুদ্ধে বোমা মজুত করার পালটা অভিযোগ তোলে তৃণমূল । এই ঘটনার জের কাটতে না কাটতেই এদিন ফের পিকচুরি গ্রাম থেকে উদ্ধার হল ২২ টি তাজা বোমা ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান,বোমাগুলি কোথাও মজুত করে রাখা হয়েছিল । পুলিশ লাগাতার অভিযান চালানোয় ধরা পড়ে যাওয়ার ভয়ে বোমাগুলি সেচখালের মধ্যে ফেলে দিয়ে যায় দুষ্কৃতিরা । এদিকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী ।।