এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ অক্টোবর : সপ্তাহান্তে হামাস সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ইসরায়েলি শহরগুলিতে একের পর এক বর্বরোচিত নৃশংস আক্রমণের ফলে এই অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে । ফলে ইসরায়েল থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন অজয়’ চালু করেছে নয়াদিল্লি । ওই ‘অপারেশন’-এর প্রথম ধাপে আজ শুক্রবার তেল আবিব থেকে ২১২ জনকে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট(AI 1140) জাতীয় রাজধানীতে পৌঁছেছে । উত্তরাখণ্ডের দুই নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান উত্তরাখণ্ড সরকারের প্রতিনিধি । পাশাপাশি আগত ভারতীয় নাগরিকদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন,’প্রথম চার্টার ফ্লাইটটি ভারতীয় নাগরিকদের নিতে আজ রাতে পরে তেল আবিবে পৌঁছাবে এবং আগামীকাল সকালে ভারতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেছিলেন যে প্রায় ১৮,০০০ ভারতীয় বর্তমানে ইসরায়েলে বসবাস করছে । তাদের মধ্যে কিছু রয়েছেন ওয়েস্ট ব্যাঙ্কে এবং বাকিরা সন্ত্রাস কবলিত গাজায় রয়েছেন ।।